South east bank ad

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

আসন্ন দুর্গাপূজায় ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের রফতানি শাখা-২ এর উপ-সচিব সুলতানা আক্তার।

এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনের অনুরোধ করা হলো। এ সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে বলেছেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেয়া হবে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে।

এদিকে প্রতিবছর দুর্গাপূজার সময় ইলিশের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশ। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের জন্য। এবার অবশ্য রফতানি বন্ধের সিদ্ধান্তের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। আসন্ন দুর্গাপূজাতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ পাঠাবে সরকার।

মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৬৬৪ দশমিক ৮৬ টন ইলিশ রফতানি করেছে। যার রফতানি মূল্য ৭ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ১ হাজার ৩৭৬ দশমিক ৪২ টন ইলিশ রফতানি করেছিল, যার মূল্য ১৩ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। বাংলাদেশেও এ মাছের চাহিদা বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আহরণ বাড়লেও দেশের বাজারে দাম এখনো বেশ চড়া।

মৎস্য তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন ইলিশ উৎপাদন হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের ভৌগোলিক সূচক বা জিআই স্বীকৃতি পায় ইলিশ। তারই ধারাবাহিকতায় দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে ইলিশ রফতানি করে সরকার।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: