South east bank ad

পর্দা নামল ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

পর্দা নামল ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের

 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪ এর সফল সমাপ্তি হয়েছে। শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল।
পর্যটন মৌসুমকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যটন সংস্থাগুলোর অংশগ্রহণে আয়োজিত এ মেলায় পর্যটকরা বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ও অফারের সুযোগ নিয়েছেন।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে এ ধরনের মেলায় অনেক রকম ছাড় ও অফার থাকে। সে সুযোগ নিতেই তারা এখানে এসেছেন।  

শনিবার (২১ সেপ্টেম্বর) মেলার স্টল ঘুরে দেখা গেছে, আসন্ন পর্যটন মৌসুমে দেশ-বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।  

বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিক-নির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, টুরিস্ট পুলিশ বাংলাদেশের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের মেলায় বাংলাদেশসহ মালদ্বীপ, চায়না, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নেয়।

মেলায় প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের ২৪টি প্রতিষ্ঠানের ৪৭ জন প্রতিনিধি অংশ নেন। যারা দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেলের তথ্য দিয়ে পর্যটকদের সাহায্য করছেন। একইসঙ্গে সহজে কীভাবে মালদ্বীপে ভ্রমণ করা যায় সে ব্যাপারেও তথ্য দিচ্ছেন।

খিলক্ষেত থেকে পর্যটন মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসিফ খান বলেন, আমি ট্রাভেল করতে পছন্দ করি। ছুটি পেলেই বেরিয়ে পড়ি। পরিকল্পনা আছে ডিসেম্বরে মালদ্বীপ ঘুরতে যাওয়ার। সেজন্য এখানে এসেছি মালদ্বীপের টিকিটের দাম কেমন। ট্রাভেল এজেন্সিগুলোর কী কী অফার আছে। যেহেতু এখানে অনেক এজেন্সি এসেছে তাই দেখছি, আমার বাজেটের মধ্যে কোনো প্যাকেজের অফার আছে কিনা। পেয়ে গেলে এখানেই বুকিং দিয়ে দেব।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল সুপারভাইজার হেলাল উদ্দিন বলেন, মেলায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মেলায় আজকে ১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। মেলাকেন্দ্রিক ক্যাম্পেইনে আমাদের প্রায় ১ হাজার টিকিট বিক্রি হয়েছে। ট্যুরিজম মেলার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটক আকর্ষিত হয়েছে। কম খরচে ভ্রমণ করতে বিমানের প্রতি মানুষ আকর্ষিত হচ্ছে। এছাড়া ১৫ শতাংশ ছাড়ের কারণে টিকিট বিক্রয় বেড়েছে।

মেলার মাধ্যমে দেশের স্থবির পর্যটন শিল্পের দ্বার উন্মোচন হয়েছে জানিয়ে পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, দেশের চলমান স্থবির অবস্থা থেকে মানুষকে পর্যটনে আকর্ষণ বাড়াতে পর্যটন খাতের জন্য এক নতুন দিগন্ত তৈরি হয়েছে এ মেলার মাধ্যমে। এ ধরনের ফেয়ার দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এতে দেশের বিভিন্ন পর্যটন স্পট সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পর্যটকদের আগমন বাড়বে। এ মেলাকে পর্যটন খাতের সবাই নতুন করে স্টার্ট-আপ হিসেবে দেখছেন। ৬০ জন বিদেশি আমাদের এ মেলায় অংশ নিয়েছেন। তারা আমাদের মেলা নিয়ে অনেক বেশি পজেটিভ। তারা যখন এ বার্তা তাদের দেশে গিয়ে দেবে, তখন সেটা আমাদের জন্য খুব বেশি অনুপ্রেরিত করবে। একইসঙ্গে বিদেশি পর্যটকদের আমাদের দেশে আসার জন্য আকৃষ্ট করবে। সামগ্রিকভাবে বললে এবারের মেলায় ১০ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। 

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: