যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
উন্নত দেশের উপযোগী বাহিনী গড়তে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
২০২১ সালের বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা গতকাল শনিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা নেওয়া হবে ৫ থেকে ৮ মার্চ ও ১৩ থেকে ১৫ মার্চ।
অপরাধের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রযুক্তিগত অপরাধের বিস্তার বেড়েছে। তাই প্রযুক্তিগতভাবে দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশে এসআই নিরস্ত্র পদে নিয়োগে এবারই প্রথমবারের মতো যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা।