উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট
সাতদিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট।
রোববার বিকেল ৩টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের তৃতীয় ইউনিট। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল।
প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি আজ রোববার সকাল ১০টায় টায় চালু হয়। আর বিকেল তিনটা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বর্তমানে এ ইউনিট থেকে উৎপাদিত ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।
এ নিয়ে বর্তমানে বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও তৃতীয় ইউনিট চালু হলো। এখন দুইটি ইউনিট থেকে ২৬০ থেকে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়ার ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ৭ সেপ্টেম্বর এবং আরেকটি ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। সবশেষ গত সোমবার বন্ধ হয়ে যায় তৃতীয় ও শেষ ইউনিটটির উৎপাদন।
খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল।