শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু হাইটেক সিটি: প্রযুক্তি খাতে সম্ভাবনার হাতছানি

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বঙ্গবন্ধু হাইটেক সিটি: প্রযুক্তি খাতে সম্ভাবনার হাতছানি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দ্রুতগতিতে চলছে বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামোগত উন্নয়নকাজ। এরই মধ্যে এ প্রকল্প ঘিরে দেশের তথ্যপ্রযুক্তি খাতে হাতছানি দিচ্ছে সম্ভাবনা।

দেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশে বঙ্গবন্ধু হাইটেক সিটি সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প এই বঙ্গবন্ধু হাইটেক সিটি। ১৯৯৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর এই পার্ক নির্মাণের সিদ্ধান্ত হলেও কাজ শুরু হয় ২০১৪ সালে।

জানা গেছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে ৫৭০ কোটি টাকা। এর মধ্যে ৩৫০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের ৯০ ভাগ কাজ শেষ। বাকি কাজও চলছে দ্রুতগতিতে। কাজ শেষ হলেই এখানে কার্যক্রম শুরু করতে পারবে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো।

এখানে উদ্যোক্তারা হার্ডওয়ার, সফটওয়ার, আইওটি, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদনসহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এতে এখানে টেকনোলজির এক্সিকিউশন ও ডেভেলপমেন্ট হবে। নতুন প্রোডাক্ট লঞ্চ ও নতুন কাস্টমার তৈরি হবে। এতে সরকারের প্রবৃদ্ধি বাড়বে।

কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে এটি পুরোদমে চালু হবে এবং ২০২৬ সালের মধ্যে সব প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক বিকর্ণ কুমার ঘোষ জানিয়েছেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইনফ্রাকস্টাচারাল ডেভেলপমেন্ট, ইলেক্টিসিটি, গ্যাস ও ওয়াটার কানেকশন এবং রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটির কাজ শেষ পর্যায়ে। বেশিরভাগ কোম্পানি ২০২৫-২৬ সালের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সারাদেশে ৯২টি হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৩০ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, আশা করছি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আগামী ৫ বছরের মধ্যে আরো আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ২০৩০ সালের মধ্যে এখানে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: