South east bank ad

ফাইভ-জি’র নিলাম আজ

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

ফাইভ-জি’র নিলাম আজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফাইভ-জি’র তরঙ্গ (স্পেকট্রাম) নিলামে উঠানো হবে আজ। পঞ্চম প্রজন্মের এ নেটওয়ার্ক বিক্রির এ নিলাম আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।

নিলামে সাধারণত দেশের সব মোবাইল ফোন অপারেটর অংশ নিয়ে থাকেন। নিলাম থেকে তরঙ্গ কিনে অপারেটররা ফাইভ-জি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানা গেছে।

নিলাম পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

অপরদিকে নিলামে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহী ও মাদার কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলামে মেগাহার্টজ তরঙ্গের প্রাথমিক মূল্য ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছে। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হবে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮টি ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।

গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করেছিল।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: