ইউএইতে ব্যাংক খাতের সম্পদ সোয়া লাখ কোটি ডলারের বেশি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাংক খাত ফেব্রুয়ারিতে সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। এ সময় তারল্য ও ঋণের মূল সূচকগুলোয় স্থিতিশীলতা দেখা গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ওই মাসে ব্যাংকার্স অ্যাকসেপট্যান্সসহ ব্যাংক খাতের মোট সম্পদ ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার কোটি দিরহাম বা ১ লাখ ২৬ হাজার কোটি ডলার। খবর আরব নিউজ।
প্রতিবেদন অনুসারে, এ সময় দেশটিতে ঋণের গতি ছিল ঊর্ধ্বমুখী, দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি দিরহাম। এতে অবদান রেখেছে ১ হাজার ৭১০ কোটি দিরহামের বৈদেশিক ঋণ এবং ১৭০ কোটি দিরহামের অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি।
এ সময় দেশটির ব্যাংক খাতের তাৎক্ষনিক সরবরাহযোগ্য তারল্য সূচক এমওয়ান ১ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৮ হাজার ২৯০ কোটি দিরহাম। মাসিক এ সম্প্রসারণের অবদান রেখেছে ১ হাজার ৩৫০ কোটি দিরহাম আমানত এবং সাধারণ মানুষ ও অন্যান্য সংস্থার হাতে থাকা অর্থ ৪১০ কোটি দিরহাম বৃদ্ধি।
প্রতিবেদন অনুসারে, এমওয়ান বৃদ্ধির পেছনে রয়েছে ইউএইর আর্থিক ব্যবস্থায় সামগ্রিক তারল্য সম্প্রসারণ, যা স্থিতিশীল ঋণ পরিস্থিতি ও টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রতিফলিত করে। চলতি বছর এতে অবদান রাখবে জ্বালানি তেল-বহির্ভূত খাতে শক্তিশালী প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক খাতের স্থিতিশীল পারফরম্যান্স।
এছাড়া অর্থ সরবরাহের আরেক সূচক এমটু ফেব্রুয়ারিতে সম্প্রসারণ হয়েছে। এতে এমওয়ানের সঙ্গে যুক্ত হয় সঞ্চয় ও মেয়াদি আমানত। এ সময় এমটু ১ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি দিরহাম, যার পেছনে ভূমিকা ছিল ২ হাজার ৫০০ কোটি দিরহামের তাৎক্ষণিকভাবে খরচ করা যায় না এমন আমানত বৃদ্ধি। এছাড়া আরেক সূচক এমথ্রি দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ৮১ হাজার কোটি দিরহাম।
প্রতিবেদন অনুসারে, আরব আমিরাতের মোট ব্যাংক আমানত ১ দশমিক ২ শতাংশ বেড়ে ফেব্রুয়ারি শেষে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার কোটি দিরহাম, যা জানুয়ারিতে ছিল ২ লাখ ৮৪ হাজার কোটি দিরহাম। এতে ভূমিকা রেখেছে বাসিন্দাদের দশমিক ৮ শতাংশ ও অনাবাসীদের ৫ দশমিক ১ শতাংশ আমানত বৃদ্ধি