South east bank ad

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে ব্রিটিশ মিডিয়া বিবিসি।

মৃত্যুর সময় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৭০ বছর ব্রিটেনের রাজত্বে ছিলেন। যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫২ সালে রানি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি স্থানীয় সময় সন্ধ্যায় বালমোরাল ক্যাসলে মারা গেছেন। সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয় এলিজাবেথকে। বালমোরাল প্রাসাদে রানির চিকিৎসক ও কর্মচারীরা সর্বক্ষণ তার খেয়াল রাখছিলেন।

রানির অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে বিদেশ ছড়িয়ে থাকা তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন, বাকিরা রয়েছেন যাত্রাপথে।

রানি দ্বিতীয় এলিজাবেথ চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।

এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে ‘প্রিন্স অব ওয়েলস’ চার্লস ১৪টি কমনওয়েলথ রাজ্যের দায়িত্ব গ্রহণ করবেন।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, আজ দুপুরে বালমোরালে রানির মৃত্যু হয়েছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: