South east bank ad

যমুনা ইলেকট্রনিক্সে ম্যানেজার পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ এর মানব সম্পদ বিভাগ কর্মসংস্থানের বিশাল সুযোগ নিয়ে আসছে।

এই কর্মসংস্থানের মাধ্যমে অপারেশন ম্যানেজার এবং প্লাজা ম্যানেজার পদে বিপুল পরিমান লোক নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য, এই বছর প্রতিষ্ঠানটির বাৎসরিক উৎপাদনসীমা এবং নতুন প্রোডাক্ট এক্সটেনশন নিয়ে কর্মসূচি চলমান রয়েছে।

ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানা যায়, শীঘ্রই আরো ৫ টা রেঞ্জ ইমিডিয়েট উৎপাদন শুরু করবে যেমনঃ রাইস কুকার, গ্যাস স্টোভ, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটেল এবং ব্লেন্ডার।

ইলেকট্রনিক্সে দীর্ঘদিন ধরে কর্মরত লোকজন অনেকেই জানেন যে, যমুনা কখনোই কোয়ালিটিতে কম্প্রমাইজ করে না এবং সবসময় অন্যান্য লোকাল এবং এম এন সি কোম্পানির ব্র্যান্ডের চেয়ে যমুনার পণ্যের ক্রয়মূল্য সবসময় বাস্তবসম্মত এবং কাস্টমার সীমার মধ্যেই পরিচালিত হয়ে এসেছে এবং অনেকেই জানেন যে, যমুনার পণ্যের কোয়ালিটি অনুসারে প্রাইস কম।

কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধানের সাথে আলোচনায় জানা যায় যে, এ বছরে কোম্পানি আরো প্রায় শতাধিক নতুন শোরুম পাইপ্-লাইনের রেনোভেশন এবং ইন্টেরিওরের কর্মকান্ড চলমান থাকার কারনে তাদের এখন এই মুহুর্তে প্লাজা চ্যানেলের স্যালারী স্ট্রাকচার ও বেনিফিট নিয়ে ব্যাপক পরিবর্তন ঘোষনা হয়েছে ইতোমধ্যে।

এই উপলক্ষ্যে তিনি আরো বলেন, এই প্রথমবারের মত ইন্ডাস্ট্রিতে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস তার শোরুম চ্যানেলের কর্মকর্তাদের জন্য ত্রৈমাসিক গ্রুমিং এলোয়েন্স এর ঘোষনা দেওয়া হয়েছে।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: