South east bank ad

শতাধিক কর্মী নেবে টেন মিনিট স্কুল

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠানটিতে ১৫টি পদে শতাধিক লোক নিয়োগ দেওয়া হবে। এ জন্য দক্ষ, পরিশ্রমী এবং মেধাবী জনবল খুঁজছে তারা। আগ্রহীরা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি পূর্ণকালীন ও খন্ডকালীন ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। এরমধ্যে সেলস এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, কন্টেন্ট ম্যানেজার, সাউন্ড ডিজাইনার, অ্যানালিস্টসহ আরো অনেক পদ রয়েছে।

এসব পদে ৩০ হাজার টাকা থেকে শুরু এক লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে খণ্ডকালীনরা কাজের ওপর ভিত্তি করে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত পাবেন। এছাড়া প্রজেক্টভিত্তিক কাজের পরেও থাকছে স্থায়ী চাকরির সুযোগ।

পদগুলোতে বেতন ছাড়াও বছরে দুইটি ফেস্টিভ্যাল বোনাস, তিন মাস মাতৃত্বকালীন ছুটি ও তিন সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি, প্রজেক্ট ভিত্তিক বোনাস, প্রতি কোয়ার্টারে টপ পারফর্মারদের জন্য বোনাস, অফিসেই বিনামূল্যে লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থাসহ বছরে ২৩ দিন অ্যানুয়াল লিভের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীরা https://10minuteschool.com/careers এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: