South east bank ad

জাদুভিশন ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন-এর একসঙ্গে কাজ শুরুর ঘোষণা

 প্রকাশ: ১৮ মে ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

জাদুভিশন ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন-এর একসঙ্গে কাজ শুরুর ঘোষণা
বাংলাদেশে এমটিভি, কালারস, ভিএইচ১সহ ১১টি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হয়েছে জাদুভিশন। সম্প্রতি গুলশানের একটি রেস্তোরাঁয় জাদুভিশন ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন একসঙ্গে কাজ শুরুর ঘোষণা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়াকাস্টের এসভিপি-ইন্টারন্যাশনাল বিজনেস (এপিএসি) ও হেড অব কনটেন্ট সেলস দেবকুমার দাশগুপ্ত। জাদুভিশন মোহাম্মদী গ্রুপের একটি কোম্পানি, যা একটি কেবল টিভি অপারেটর হিসেবে কাজ শুরু করে ২০০৭ সালে। তারা বাংলাদেশে ৩০টিরও বেশি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: