জাদুভিশন ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন-এর একসঙ্গে কাজ শুরুর ঘোষণা

বাংলাদেশে এমটিভি, কালারস, ভিএইচ১সহ ১১টি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হয়েছে জাদুভিশন। সম্প্রতি গুলশানের একটি রেস্তোরাঁয় জাদুভিশন ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন একসঙ্গে কাজ শুরুর ঘোষণা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়াকাস্টের এসভিপি-ইন্টারন্যাশনাল বিজনেস (এপিএসি) ও হেড অব কনটেন্ট সেলস দেবকুমার দাশগুপ্ত। জাদুভিশন মোহাম্মদী গ্রুপের একটি কোম্পানি, যা একটি কেবল টিভি অপারেটর হিসেবে কাজ শুরু করে ২০০৭ সালে। তারা বাংলাদেশে ৩০টিরও বেশি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর।