South east bank ad

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন লিটন দাসসহ ১১ জন

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন লিটন দাসসহ ১১ জন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে প্রদান করা হবে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

কারা পাচ্ছেন এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার? জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে- এবার ৭ ক্যাটাগরিতে ১১টি পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে দুটি প্রতিষ্ঠানও আছে।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীতের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যারা পুরস্কার পাচ্ছেন

উদীয়মান ক্রীড়াবিদ : ক্রিকেটার শরিফুল ইসলাম ও আরচার দিয়া সিদ্দিকী।

ক্রীড়াবিদ : ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী ও ভরোত্তোলক সাবেরা সুলতানা।

সংগঠক : স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম।

আজীবন সম্মাননা : বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সংগঠন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
পৃষ্ঠপোষক : গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।

ক্রীড়া সাংবাদিক : কাশিনাথ বশাক।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: