শিরোনাম

South east bank ad

রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেন না বা রিটার্ন জমা দিয়েও কর পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আয়কর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশ দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে প্রায় ৭২ লাখ টিআইএনধারী করদাতা রিটার্ন জমা দেন না এবং আরো ৩০ লাখ করদাতা রিটার্ন জমা দিলেও কর পরিশোধ করেন না।

তিনি বলেন, ‘আয়কর আদায় বাড়াতে এই ১ কোটি করদাতার কাছ থেকে তাদের সক্ষমতা অনুযায়ী কর আদায় করতে হবে।
’ ২০২৫-২৬ অর্থবছরে এই এক কোটি করদাতাকেই অগ্রাধিকার দিতে হবে বলে আয়কর কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় ঢাকার আয়কর বিভাগের সদস্য, কমিশনার/মহাপরিচালক, প্রথম ও দ্বিতীয় সচিব (আয়কর বিভাগ) উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার বাইরের কর্মকর্তারা জুম প্ল্যাটফরমের মাধ্যমে যুক্ত হন।

সভায় অংশগ্রহণকারী কমিশনারদের বকেয়া রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশ দেন আবদুর রহমান খান।
এ সময় তিনি অঞ্চলভিত্তিক কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা করেন এবং বকেয়া আদায়ে কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা জানতে চান। পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

তিনি আরো বলেন, আয়কর নথিপত্র নির্ধারিত কর অঞ্চলে স্থানান্তরের ক্ষেত্রে এনবিআরের নির্দেশনা অনুসারে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চলতি জুলাই মাসের মধ্যেই সব নথি স্থানান্তর সম্পন্ন করতে হবে যাতে করদাতারা হয়রানিমুক্ত সেবা পান।

আবদুর রহমান খান বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় কোনো মানবিক প্রভাব ছাড়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিরীক্ষা নির্বাচন করতে হবে।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: