শিরোনাম

South east bank ad

ওষুধ শিল্পের চ্যালেঞ্জ মোকবিলায় প্যাটেন্ট আইন সংশোধন জরুরি: সালমান এফ রহমান

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

ওষুধ শিল্পের চ্যালেঞ্জ মোকবিলায় প্যাটেন্ট আইন সংশোধন জরুরি: সালমান এফ রহমান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, স্থানীয় ওষুধ শিল্পের চ্যালেঞ্জ মোকবিলায় প্যাটেন্ট আইন সংশোধন জরুরি।

বুধবার রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত ‘এলডিসি উত্তরণে ওষুধ শিল্পের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সালমান এফ রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী পরিস্থিতিতে দেশীয় ওষুধ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটি মোকবিলায় আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং উত্তরণ-পরবর্তী সময়ে স্থানীয় অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্যাটেন্ট আইন সংশোধন করতে হবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্ক (এপিআই পার্ক) অবিলম্বে চালু হবে। এর ফলে ভবিষ্যতে ওষুধ শিল্পে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ওষুধ শিল্প দ্রুত এগিয়ে যাবে।

এ সময় ট্রিপস চুক্তির আওতায় স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত বিশেষ সুবিধাগুলো অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রয়োজনীয় প্রচার চালানোর আহ্বান জানান সালমান এফ রহমান।

সেমিনারে আরো অংশগ্রহণ করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, গবেষণা প্রতিষ্ঠান বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রিজওয়ান রাহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুক্তাদির প্রমুখ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: