অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা মহল্লায় গত মঙ্গলবার আব্দুল্লাহ নামে এক বাচ্চার গায়ে গরম পানি পড়ে তার শরীর ঝলসে যায়। খবরটি জানার সাথে সাথেই বাচ্চাটির অবস্থা জানতে তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাচ্চাটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ ভর্তির সকল প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।