অস্ত্র-ফেনসিডিলসহ আটক ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঝিনাইদহের মহেশপুরে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি থানার রামনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন এবং বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন।
র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, যশোর থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশি করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।