বেগমগঞ্জ হতে দুটি অস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

র্যাব-১১, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ হতে দুটি অস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
গত ২৯ জুলাই রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফয়েজ আহম্মদ (২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়েজ আহম্মদ (২৬) একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-৩ এর একটি চৌকস গোয়েন্দা দল অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ ফয়েজ আহম্মদ’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর গোয়েন্দা নজরদারী শুরু করে। পরবর্তীতে গত ২৯ জুলাই রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকায় আসামীর নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।