South east bank ad

শসার বস্তায় সোয়া ৩ কেজি আফিমসহ যুবক গ্রেফতার

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

শসার বস্তায় সোয়া ৩ কেজি আফিমসহ যুবক গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শসার বস্তায় করে পাচারের সময় প্রায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ কাকন মল্লিক (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১ আগস্ট) বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কর্ণফুলী থানার শিকলবাহা পাকা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসের এক যাত্রীর কাছ থেকে তিন কেজি ৩৫০ গ্রাম ওজনের আফিম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার থানচি এলাকা থেকে পাইকারি বাজার দরে আফিম ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধার করা আফিমের মূল্য আনুমানিক তিন কোটি ৩৫ লাখ টাকা।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: