রাজধানীতে দুই মাদক কারবারি গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীতে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ আগস্ট) শ্যামপুর মডেল থানার জুরাইন এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
গ্রেফতাররা হলেন, মো. মেজবাহ উদ্দিন (২০) ও আব্দুল মালেক (২০)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছে ৩টি মোবাইল ও নগদ ৩০০ টাকা টাকা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা র্যাবকে জানিয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।