South east bank ad

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ রোলমডেল

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ রোলমডেল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোলমডেল। অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।

গতকাল কক্সবাজার র‌্যাব ১৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, র‌্যাব অভিযান পরিচালনার পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে অপরাধীসহ অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা প্রকল্প গ্রহণ করেছে। দেশকে ভালো রাখার জন্য আমরা সবাই এক সঙ্গে কাজ করছি। যারা ভালো পথে আসতে চায়, তাদের জন্য সবসময় পথ খোলা রয়েছে।

এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমনের পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: