মহাপরিচালক র্যাব ফোর্সেস কর্তৃক র্যাব-৪ সদরদপ্তরে নবনির্মিত ফোর্স ব্যারাক উদ্বোধন

মহাপরিচালক র্যাব ফোর্সেস কর্তৃক র্যাব-৪ সদরদপ্তরে নবনির্মিত ফোর্স ব্যা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২.১৫ ঘটিকায় মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয় র্যাব-৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে নবনির্মিত ফোর্স ব্যারাক উদ্বোধনের উদ্দেশ্যে আগমন করেন।
এসময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় শ্রদ্ধেয় ডিজি ফুলেল অভ্যর্থনা জানান এবং ব্যাটালিয়নের সকল অফিসারের সাথে পরিচিতি করান।
পরবর্তীতে নবনির্মিত ফোর্স ব্যারাকের উদ্বোধন, বিশেষ দোয়া, পরিদর্শন এবং বৃক্ষরোপণ শেষে সকল অফিসার এবং র্যাব সদস্যদের সাথে বিশেষ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।