South east bank ad

ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে কোটি টাকা হাতিয়ে নিতো তারা

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে কোটি টাকা হাতিয়ে নিতো তারা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নওগাঁর ধামইরহাটের আমাইতারা বাজারে অনলাইনের মাধ্যমে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চারজন সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

তারা হলেন, ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের মো. জাহিরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. নুর আলম (২০)।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে আমাইতারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল তারা। অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সঙ্গে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

পরে তাদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: