ধামইরহাটে পৃথক মামলায় গ্রেপ্তার ১৪

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিদেশে অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে অবৈধভাবে ডলারের ই-ট্রানজেকশন করায় র্যাব-৫ গতকাল শনিবার উপজেলার আমাইতাড়া বাজার থেকে ৪ যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ২০টি স্মার্ট ফোন ও বেশ কয়েকটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- উত্তর চকযদু গ্রামের জাকারিয়া হাসান রাজু (২৮), আশিক আহমেদ রাজু (২০), উত্তর দুর্গাপুর গ্রামের নূর আলম (২০) ও দূর্গাপুর গ্রামের তৌকির হোসেন (৩০)।
এ ছাড়া শেখাইপুর গ্রামের ইউনুছ আলীকে (৩২) তিন বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে বিজিবি। এদিকে, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক ৯ আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
গ্রেপ্তার করা আসামিরা হলেন- মইশড় গ্রামের আবু সাইদ, গোকুল গ্রামের মিনার হোসেন, সাহাপুর গ্রামের মজনু মিয়া, রসুলবিল রাঙ্গামাটি গ্রামের রাজু আহমেদ, সুন্দরা গ্রামের আতিকুল ইসলাম, জোতরাম গ্রামের মোস্তফা, চকপ্রসাদ গ্রামের শাহিনুর আলম মিস্টার, দৌলতপুর গ্রামের ময়েন উদ্দিন ও চকভবানী গ্রামের খাদেমুল ইসলামকে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, বিদেশি ডলার সংরক্ষণ ও ক্রয় করে ই-ট্রানজেকশন করা অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।