বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুয়া এফিডেভিটের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জুনায়েদ হোসেন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল বুধবার রাতে জেলার নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুস ছোবানের ছেলে মো. জুনায়েদ হোসেন প্রতিবেশী এক কিশোরীকে তুলে নিয়ে যায়। এ অভিযোগে গত ৬ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করে কিশোরীর পরিবার। পরে জুনায়েদকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব আরও জানায়, কিশোরী মেয়েটিকে প্রতারণার ফাঁদে ফেলে জুনায়েদ। তাকে তুলে নেওয়ার পর ময়মনসিংহ আদালত প্রাঙ্গণে ভুয়া এফিডেভিটের মাধ্যমে প্রতারণামূলক বিয়ে করে সে। পরে ঢাকায় এনে ধর্ষণ করে।
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, অপহরণের ঘটনার কথা স্বীকার করেছে জুনায়েদ। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।