০৭ চাঁদাবাজ ও ছিনাতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব

ঢাকার যাত্রাবাড়ী, শাহবাগ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ০৭ চাঁদাবাজ ও ছিনাতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ১৫ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, লরি, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাবিবুর রহমান ইমন (২১) ও ২। মোঃ মোবারক হোসেন (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন, ০১টি ভুয়া রশিদ বই ও আদায়কৃত চাঁদা- ১,৪১০/- (এক হাজার চারশত দশ) টাকা উদ্ধার করা হয়
এছাড়া একই তারিখ র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর সাকিনস্থ আলম মার্কেট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বিপ্লব (২১) ও ২। মোঃ শাওন (২২) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার চাকু ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ওসমানী উদ্যানের ১ নং প্রবেশ গেইট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ছানোয়ার হোসেন (২৮), ২। মোঃ শামীম (২২) ও ৩। মোঃ লাভলু (২৮) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু, ০১টি এন্টি কাটার ও নগদ টাকা উদ্ধার করা হয়।