রাজধানীতে কোকেনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন পশ্চিম মোমিনবাগ এলাকা থেকে প্রায় সাড়ে আট লাখ টাকা দামের কোকেনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন মো. শফিজ উদ্দিন ওরফে শফিজ (৫২) ও মো. সাহাবুদ্দিন (৫৫)। রোববার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
এতে বলা হয়, র্যাব-১০ এর একটি দল মোমিনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক সাড়ে আট লাখ টাকা মূল্যের ১৭১ দশমকি ৯০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা কোকেন পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে কোকেন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-১০।