শিরোনাম

South east bank ad

হজ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১৯ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

হজ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

হজ কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা এলাকার হাজী ক্যাম্পে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের কাছে বাংলাদেশের জনগণের জন্য দোয়া চেয়েছেন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, সংসদ সদস্য হাবিব হাসান, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

উল্লেখ্য, আগামীকাল শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে ২৭ জুন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। কভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫। কভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেছিলেন।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: