বিসিএমএর সভাপতি হলেন আমিরুল হক

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিরুল হক। তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে সিমেন্ট শিল্প মালিকদের এ সংগঠনের নেতৃত্ব দেবেন। এর আগে বিসিএমএর সভাপতি ছিলেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। তিন দফায় দায়িত্ব পালনের পর নিয়ম অনুযায়ী নতুন সভাপতির হাতে সংগঠনের নেতৃত্ব তুলে দেন বিদায়ী সভাপতি।
শিল্প উদ্যোক্তা আমিরুল হক প্রায় চার দশক ধরে দেশের বাণিজ্য ও শিল্প খাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি প্রিমিয়ার সিমেন্ট মিলস ও সিকম গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্যতেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বৃহৎ শিল্প খাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে।
আমিরুল হক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন।
আমিরুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।