শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সাক্ষাৎ

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবরটি পাওয়া গেছে।

আজ সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বকাপজয়ী দলের এই খেলোয়াড়সহ একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্তিনেজ।

ফান্ডেডনেক্সট নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ঢাকায় অবস্থান করছেন মার্তিনেজ। তবে ১১ ঘণ্টার ঢাকা সফরে পাবলিক কোনো অনুষ্ঠানে পাওয়া যাবে না তাকে। বিকালে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন।

জানা গেছে, ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা যাচ্ছেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় ঘুরে যাওয়ার আগ্রহ দেখান। কলকাতায় আগামীকাল বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে বরাবরই জনপ্রিয় টিম আজেন্টিনা। গত বিশ্বকাপে সেই উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বারবার শিরোনাম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গড়ে উঠেছে একাধিক ফ্যানপেজ। যেখানে বাংলাদেশ-আজেন্টিনা দুই দেশের ভক্তরা যুক্ত। সরকারি পর্যায়েও নানা সময়ে প্রসঙ্গটি উঠে এসেছে।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: