South east bank ad

শেয়ারবাজারে প্রি-ওপেনিং সেশন স্থগিত

 প্রকাশ: ২২ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

শেয়ারবাজারে প্রি-ওপেনিং সেশন স্থগিত

শেয়ারবাজারে প্রি-ওপেনিং সেশনে শেয়ার কেনাবেচার আদেশ দেওয়ার সুবিধা আপাতত বন্ধ থাকবে। আজ রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আগের মতো ক্লোজিং সেশনে ক্লোজিং প্রাইসে বাড়তি ১০ মিনিট শেয়ার কেনাবেচার সুযোগ অব্যাহত থাকবে।

গত বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার নির্বাহী মুখপাত্র রেজাউল করিম সমকালকে এ তথ্য জানান।

জানা গেছে, কেউ কেউ প্রি-ওপেনিং সেশনে কম দামে শেয়ার বিক্রি করে দরপতনের চেষ্টা করেছে। এর ফলে দরপতন ত্বরান্বিত হচ্ছে। এ কারণে বিএসইসি এ সেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

লেনদেন বাড়াতে ২০২০ সালের নভেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রি-ওপেনিং মার্কেট সেশন চালু করা হয়। সকাল ১০টায় লেনদেন শুরুর আগের ১৫ মিনিটকে প্রি-ওপেনিং সেশন বলা হয়। এ সময় শেয়ারের ক্রেতা ও বিক্রেতা ক্রয়-বিক্রয় আদেশ দিতে পারতেন। নির্দিষ্ট নিয়মে দর মিললে ১০ টায় লেনদেনের শুরুতেই ওই লেনদেন সম্পন্ন হতো এবং তার ভিত্তিতে মূল্যসূচকও বাড়ত বা কমত।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: