ডিএসইর বাজার মূলধন হারাল ১০ হাজার কোটি টাকা
সূচকের উত্থান-পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৪৩ শতাংশ বা ৯ হাজার ৯৫০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা।
গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর দুইটি সূচকও। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৬.১৪ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪১.৫১ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ৪.১৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ।
সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৯৪৪ কোটি ২০ লাখ টাকা।
এদিকে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০.৮০ শতাংশ বা ৬৬ কোটি ২২ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৮ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২.৪৬ শতাংশ ও সিএসসিএক্স সূচক ১.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৯৩.২২ পয়েন্ট ও ৯ হাজার ৫৭১.৩৩ পয়েন্ট।
এছাড়া সিএসআই সূচক ১.৩০ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৬.৪০ পয়েন্টে ও ১১৯৩.৬১ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৮২৩.১৪ পয়েন্টে।
তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪২ কোটি ১৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর।