South east bank ad

বিএসইসিতে ৬ তদন্ত প্রতিবেদন ও সংস্কারের দুই সুপারিশ জমা

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

বিএসইসিতে ৬ তদন্ত প্রতিবেদন ও সংস্কারের দুই সুপারিশ জমা

দেশের পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি কমিটি গঠন করেছিল। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি সংস্কার টাস্কফোর্স গঠন করা হয়। এরই মধ্যে অনুসন্ধান ও তদন্ত কমিটি ১২টি বিষয়ের মধ্যে ছয়টির প্রতিবেদন জমা দিয়েছে। অন্যদিকে টাস্কফোর্সের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণসংক্রান্ত দুটি সংস্কার সুপারিশ জমা দেয়া হয়েছে। গতকাল বিএসইসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। টাস্কফোর্সের সুপারিশ দুটি প্রকাশ করা হলেও যে ছয়টি অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে সেগুলো প্রকাশ করেনি কমিশন। যদিও কমিটি গঠনের সময় এসব প্রতিবেদন প্রকাশ করা হবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছিল।

বিএসইসির তথ্যানুসারে, অনুসন্ধান ও তদন্ত কমিটি কর্তৃক বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড, বেস্ট হোল্ডিংস, আল আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ লিমিটেড ও কোয়েস্ট বিডিসি লিমিটেড (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেড) নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। অনুসন্ধান ও তদন্ত কমিটির জমা দেয়া এসব প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর পুঁজিবাজারে বিগত সময়ের ১২টি অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য একটি ‘অনুসন্ধান ও তদন্ত কমিটি’ গঠন করেছিল বিএসইসি। এ কমিটির নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কনসালট্যান্ট এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাবেক চেয়ারম্যান ড. জিয়া উদ্দিন আহমেদ। কমিটির বাকি চার সদস্যের মধ্যে রয়েছেন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. শফিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. জিশান হায়দার ও বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

গত ৭ অক্টোবর পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তী সময়ে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়। এ টাস্কফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এএফএম নেসার উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের পক্ষ থেকে এরই মধ্যে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ ও মার্জিন রুলস, ১৯৯৯-এর যুগোপযোগীকরণের বিষয়ে দুটি সুপারিশ বিএসইসির কাছে হস্তান্তর করা হয়েছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স মোট ১৭টি কার্যপরিধি বা মূল দায়িত্ব নিয়ে কাজ করছে। কার্যপরিধির আলোকে আগামীতে পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ইস্যুতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের আরো সুপারিশ আসবে। সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে বলে মনে করছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিএসইসি। সর্বোপরি পর্যালোচনা ও পরিকল্পনা সাপেক্ষে দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ও কল্যাণ বিবেচনায় রেখেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারের সংস্কার সাধনে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

BBS cable ad