দুই শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ শতাংশ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ১৮ দশমিক ১১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২০৫ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯২৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৭৩ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৯৯টির, অপরিবর্তিত ছিল ২০টির আর লেনদেন হয়নি ১৭টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার।
ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট ৩ হাজার ৯৯০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮৭৩ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৯২ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১০ দশমিক ৭৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া ৮ দশমিক ৮৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর বিবিধ খাতের দখলে ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে করপোরেট বন্ড ও সাধারণ বীমা বাদে বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি ৬ দশমিক শূন্য ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এরপর সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল সিরামিক খাতে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, জীবন বীমা খাতে ৫ দশমিক ৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪ দশমিক ৯ শতাংশ ও সিমেন্ট খাতে ৪ দশমিক ১৬ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৭৩ শতাংশ কমে ১৪ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫০৯ পয়েন্ট। সিএসসিএক্স সূচক গত সপ্তাহ শেষে ১ দশমিক ৬৯ শতাংশ কমে ৮ হাজার ৬৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৮৩৪ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৩২ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যেখানে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২১৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির বাজারদর।