South east bank ad

ভ্যালেন্টাইন দিবসে দেশের বাজারে আসছে ‘রিয়েলমি ৯ আই’

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এই ভ্যালেন্টাইন দিবসে দেশের বাজারে আসছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের ফোন রিয়েলমি ৯ আই। এটি দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে। লাইভ লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করে রিয়েলমি ৯ আই জিতে নেওয়ার জন্য ক্লিকঃ https://www.facebook.com/realmeBD

লিপ ফরোয়ার্ড টেকনোলজি মূলমন্ত্রে উজ্জীবিত রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ৯ আই-তে থাকছে দুর্দান্ত প্রসেসর। এই নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটারের প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কার্যক্ষমতা প্রদান করে বলে ব্যবহারকারীরা এই ফোনে চমকপ্রদ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

স্ন্যাপড্রাগন ৬৮০’র সিপিইউ পারফরম্যান্স, দ্রুতগতিতে লঞ্চ, ঝামেলাহীন অ্যাপ্লিকেশন এবং নির্বিঘ্নে পেইজ লোডিংয়ের সক্ষমতা ২৫ শতাংশ বেশি। এছাড়াও, জিপিইউ পারফরম্যান্স ১০ শতাংশ বৃদ্ধির সাথে, ডিভাইসটি উন্নত ফ্রেম রেট এবং অনায়াসে গেম খেলার অভিজ্ঞতা প্রদান করে।

পাশাপাশি, রিয়েলমি ৯আই এই সেগমেন্টের প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং স্পেসিফিকেশনের স্মার্টফোন হতে যাচ্ছে। এছাড়াও থাকছে হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এই প্রাইজ সেগমেন্টের মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার।

দারুণ সব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে রয়েছে নাইটস্কেপ ক্যামেরা৷ নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটির মতো ট্রেন্ডি ফটোগ্রাফি ফাংশন প্রতিটি ছবিকে করে তুলবে আরও অসাধারণ।
এর পাশাপাশি, রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে দারুণ সব স্মার্টফোনের সাথে রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

রিয়েলমি:

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।

ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: