টেলিটকের সঙ্গে গেট এইডের চুক্তি
গেট এইড লিমিটেড-ইয়োর ক্যাম্পাস এবং টেলিটক বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় টেলিটক সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পণ্য ক্রয় ও ছাত্রদের মূল্যবান সময় বাঁচানোর জন্য সফটওয়্যার নির্ভর ওয়াশিং মেশিন সেবা প্রদানের জন্য ইয়োর ক্যাম্পাসকে বিভিন্ন করপোরেট সেবা প্রদান করবে।
গেট এইড লিমিটেড-ইয়োর ক্যাম্পাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিলজার রহমান এবং টেলিটক বাংলাদেশের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান চুক্তি স্বাক্ষর করেন।