শিরোনাম

South east bank ad

সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

নিষেধাজ্ঞার ছয় মাস পর গ্রামীণফোন সিম বিক্রির অনুমতি পেল ৷ সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পেয়েছে অপারেটরটি ৷ এর আগে রোববার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বৈঠকে  নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয় ৷ ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকল না।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘মানসম্মত সেবা সূচকে গ্রামীণফোনের উন্নতি হয়েছে ৷ তাই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে ৷’  

সেবার মানের প্রশ্নে চলতি বছরের ২৯ জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। পরে সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয় গ্রামীণফোনকে। এর মধ্যে ২০২২ সালের ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: