তৃতীয় বারের মত ভোলা পৌরসভার মেয়র হলেন মোঃ মনিরুজ্জামান

সিমা বেগম (ভোলা) :
ভোলায় তৃতীয় বারেরমত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় মোহাম্মদ মনিরুজ্জামান।
পৌরসভা নির্বাচন শেষে রোববার রির্টানিং অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুন বে-সরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন। ভোলা সদর পৌরসভায় ৩৬ হাজার ৯০৪ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৯ হাজার ২৯১ জন। এতে নৌকা পেয়েছে ১৬ হাজার ৯৯, ধান ২০৩৪ ও হাতপাখা পেয়েছে এক হাজার ১০৮ ভোট।
কাউন্সিলর-
১ নং ওয়ার্ড- মনজুরুল আলম খান
২ নং ওয়ার্ড- মোঃ মিজানুর রহমান
৩ নং ওয়ার্ড- সালাউদ্দিন লিংকন
৪ নং ওয়ার্ড- আসাদ হোসেন জুম্মান
৫নং ওয়ার্ড- এরফানুর রহমান মিথুন
৬নং ওয়ার্ড- আলহাজ্জ মোঃওমর ফারুক ৭নং ওয়ার্ড- মোঃ শাহে আলম
৮নং ওয়ার্ড- হেলাল উদ্দিন
৯নং ওয়ার্ড- মাইনুল হোসেন শামীম
১/২/৩ নারী সংরক্ষিত ওয়ার্ড-জোসনা ইয়াসমিন
৪/৫/৬ নারী সংরক্ষিত ওয়ার্ড- সামসুন্নাহান সোনিয়া
৭/৮/৯ রাজিয়া সুলতানা।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায় শেষ হয় বিকাল ৪টায়।