ভোলায় জনতার হাতে দুই চোর আটক

সিমা বেগম (ভোলা) :
ভোলা সদর উপজেলার ২নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চর ইলিশা গ্রামের বিশ্বরোড রবি টাওয়ারের মালামাল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে, মোঃ লিটন (২৬) ও শাহজাহান (২৮) নামে দুই চোর আটক। একজন কাচিয়া ইউনিয়নের তুলাতলী এলাকার তছির আহমদ এর ছেলে, অপরজন দুলারহাট থানার চর-যমুনা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে বলে জানা গেছে। তাদেরকে ধৃত করে এবং গণপিটুনি দেয়
গতকাল সোমবার রাত ১টার দিকে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে ইলিশা ফাঁড়ি পুলিশের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়। এবং তাদের কাছ থেকে চুরি করার বিভিন্ন কাটার ও সরঞ্জাম উদ্ধার করা হয়।