South east bank ad

ভোলায় আগামীকাল থেকে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

 প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোলায় আগামীকাল থেকে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

সিমা বেগম ভোলাঃ

ভোলা সদর উপজেলার ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট কার্ড অথাৎ জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ১০ই মার্চ থেকে শুরু করা হবে। পর্যায়ক্রমে চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট কার্ড অথাৎ জাতীয় পরিচয়পত্র সংযুক্ত তালিকা অনুসারে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২৩০৩৫ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

তারই ধারাবাহিততায় ১০ মার্চ পশ্চিম ইলিশা ইউনিয়ন ,১১ মার্চ ভেদুরিয়া ইউনিয়ন ,১২ মার্চ কাচিয়া ইউনিয়ন,১৩ মার্চ আলীনগর ইউনিয়ন,১৪ মার্চ চরসামাইয়া ইউনিয়ন,১৫ মার্চ রাজাপুর ইউনিয়ন,১৬ মার্চ ভেলুমিয়া ইউনিয়ন,২১মার্চ বাপ্তা ইউনিয়ন,২২ মার্চ ধনিয়া ইউনিয়ন,২৩ মার্চ উত্তর দিঘলদী ইউনিয়ন,২৪ মার্চ দক্ষিণ দিঘলদী ইউনিয়ন,২৫ মার্চ পূর্ব ইলিশা ইউনিয়ন,৩ এপ্রিল শিবপুর ইউনিয়ন এবং ভোলা পৌরসভায় স্মার্ট কার্ড অথাৎ জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: