শিরোনাম

South east bank ad

চুনারুঘাটে অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

চুনারুঘাটে  অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ)   : জেলার চুনারুঘাট  থানা পুলিশ কর্তৃক  আয়োজিত ৯  নং রনানিগাও   ইউনিয়নের  মিরাশি বাজার এলাকায়  অপরাধ বিরোধী  সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ ৯ মার্চ বিকেল সাড়ে৫ টায় ৯ নং রানিগাও  ইউনিয়নের বিটপুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই মোসলিম উদ্দিন এর পরিচালনায় থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ এর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর সার্কেলের  সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ। এসময়  বিট পুলিশিং সংক্রান্তে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত অপরাধ বিরোধী বিষয় নিয়ে আলোচনা  হয়। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, দুলাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এ সময় নবাগত সিনিয় সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বক্তব্যে বলেন, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতেই আমাদের বিট পুলিশিং কার্যকর করতে হবে। সমাজের চুরি, ডাকাতিসহ সকল ধরনের মাদক,সন্ত্রাস,ইভটিজিং মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তিনি সকলের সহযোগিতা চান।  

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: