আমজাদহাট ইউনিয়নে যুব সমাজের আইকন শিল্পপতি নজরুল ইসলাম বাবলু
কে এম রুবেল (চট্টগ্রাম): ৩০ লক্ষ শহিদের বিনিময়ে সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশ.পাকিস্তানি সেনা এর কিছু বাংলার রাজাকার দের কাছে লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত বিসর্জন এর মাধ্যমে অর্জিত হয় আমাদের এ বাংলাদেশের স্বাধীনতা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমনের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠে বাংলাদেশ.আজ আমরা স্বাধীন, স্বাধীন এ দেশের জনগন, এ জন্যই তু আমাদের বাংলাদেশ গনতান্ত্রিক, এ দেশের প্রাণ প্রিয় জনগন স্বাধীন ভাবে চলাফেরা আর গনতন্ত্র কে ভালোবাসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ে উঠেছে অনেক অর্থনৈতিক চাকা, বাংলাদেশ এখন অর্থনৈতিক ভাবে বহি বিশ্বের কাছে মধ্যম আয়ের দেশ হিসাবে রুপান্তিত হয়েছে, এ দেশের উন্নতি স্বাধীনতা বিরুধীরা কোনো ভাবেই মেনে নিতে পারছে তাই এদেশের মানসম্মান ক্ষন্ন করার জন্য সৃষ্টি করেছেন নানা রকম অপরাধ চক্র আরে অপরাধ চক্রের মধ্যে অন্যতম হাতিয়ার হল কিশোর গ্যাং তারা যেমন সৃষ্টি করছে কিশোর গ্যাং সরকার ও এ ধরনের অপরাধিদের দমন করার জন্য তৈরি করেছে নানারকম আইনি পদক্ষেপ বিশিষ্ট জনরা বলছেন এ ধরনের অপরাধ ও অপরাধীর দমনের ক্ষেত্রে শুধু প্রশাশনিক ক্ষমতা দিয়ে সম্ভব না এ কিশোর গেং দের দমন করতে হলে প্রশাসনের সাথে এক যোগে কাজ৷ করতে হবে স্থানীয় জন প্রতিনিদেরও সাথে থাকতে হবে তরুন প্রজন্মের যুবকদের আমাদের বাংলাদেশে অপরাধ দমন করার ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে যুবকরা নিজারাই সচেতন অনেক যুবক এখন অপরাধ ধমনে এখন যুবক দের কাছে গ্রাম বাসির কাছে আইকন হিসাবে পরিচিতি লাভ করেছে আজ তেমন একজন আইকন যুবকের কথা বলবো তিনি হলেন ফেনী জেলার ফুলগাজী থানাধীন আমজাদ হাট ইউনিয়নের কিলাদিঘি এলাকার মুরহুম তাজুল ইসলামের বড় ছেলে নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু , নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু একজন প্রতিষ্ঠিত সিএনএফ ব্যবসায়ী
এ নজরুল ইসলাম পাটোয়ারী বাবলুকে আমজাদ হাট এলাকার মানুষদের কাছে তিনি একজন মানবতার ফেরিওয়ালা, গতবার মহামারী করোনা পরিস্থিতিতে আমজাদ হাটের অনেক মানুষ লকডাউনে কর্মহীন হয়ে অনাহারে জীবন
কাঠাতে হচ্ছিল এ মানুষদের ঠিক তখনি মানবতার ফেরিওয়ালা নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু তার ব্যক্তি গত তহবিল থেকে প্রাই ৩০০ অধিক পরিবার কে ত্রান সামগ্রী বিতরন করে পুরা ফুলগাজী উপজেলাই আলোচনার পাত্র মানবতার ফেরিওয়ালা নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু, এ নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু অসহাই শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী পরিক্ষার ফি নিজ অর্থায়ন করে, যুবকদের কে মাদক মুক্ত রাখার জন্য আমজাদ হাট এলাকার অধিকাংশ যুবক কে ক্রিড়া সামগ্রী দিয়ে উৎসাহিত করে আজ মাদক মুক্ত রেখেছেন ফুলগাজীর আমজাদ হাট ইউনিয়নের যুবকদেরকে এ জন্যই যুবকদের আইকন এখন মানবতার ফেরিওয়ালা নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু
নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু ২০০৩ এ বসন্তপুর উচ্ছ বিদ্যালয় থেকে এসএসসি ২০০৫ আল হাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজ এইস এস সি সফলতার ও সুনামের সাথে শেষ করে চট্টগ্রাম কলেজ থেকে অর্নাস মাস্টার্স শেষ করে পরিবার এ নিজের জীবন জিবিকা নির্বাহের জন্য যোগ দেই চট্টগ্রামের সিএনএফ ব্যবসায় কঠোর পরিশ্রমে মাধ্যমে মালিক হয়ে উটেন নিজ্বস সিএনএফ প্রতিষ্ঠানের নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু রাজনৈতিক
অঙ্গনে রেখেছে অসাধারণ ভূমিকা নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশনেত্রী শেখ হাসিনার আর্দশে যোগ দেই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র বাংলাদেশ ছাত্রলীগে নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু ২০০৮ সালে দায়িত্ব পান আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর ওয়ার্ড় ছাত্রলীগের এর পর সুনামের সাথে ২০১২ সালে আমজাদ হাট ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু রাজনৈতিক জীবন রয়েছে অনেক নেতার কলঙ্ক এবং আবার ঠিক তেমনি রয়েছে অনেকের সফলতার ঝিলিক আর ঠিক সফলতার ঝিলিক দেখিয়ে ২০১৪ সালে দায়িত্ব পান ফুলগাজী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের
নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু শুধু রাজনৈতিক অঙ্গনে না তিনি তার উদারতা ও সততার জন্য বিভিন্ন দায়িত্বে রয়েছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া সংগঠনের এদের মধ্যে অন্যতম হল মুরহুম তাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আজিজুল হক দরবেশ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব আছেন নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু আর্থিক সহযোগীতা করেছেন এলাকার বিভিন্ন মসজিদ,মক্তব,মাদ্রাসা ও মন্দির নির্মানের কাজে নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু ২০১৯ সালে বিবাহ করেন নজরুল ইসলাম পাটোয়ারী বাবলু দৈনিক আলোকিত দেশ কে বলেন আমি যতদিন বেচে থাকি ততদিন মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো এবং গ্রামের অসহাই মানুষ সারজীবন সহযোগীতা করে যাবো ইনশাল্লাহ