করোনা সংক্রমণ বাড়ছে পাবনায় কঠোর স্বাস্থ্যবিধি মানার আহবান
রনি ইমরান (পাবনা): হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়ছে পাবনায়।গত ২৪ ঘন্টায় ১৭ জন আর সপ্তাহ শেষে মোট ৬১ জন কোভিড -১৯শে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন,পাবনা জেলা স্বাস্থ্যবিভাগ। এক সপ্তাহে নতুন ৬১ জন আক্রান্তের সংখ্যা যা গত কয়েক মাসের পরিসংখ্যানে সর্বোচ্চ। জেলা স্বাস্থ্যবিভাগ মনে করছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, পাবনাতে।পাবনায় মোট রোগীর সংখ্যা ১৮শ ৫২ জন।
এদিকে,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২শ’৬০ বিদেশি কর্মীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রকল্প এলাকা রূপপুরে তিনটি আলাদা স্থানে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সুত্র। করোনা মহামারীর মধ্যে ইউরোপ থেকে ফেরায় তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে সুত্র জানায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফখরুল ইসলাম জানান, রূপপুর প্রকল্পে কর্মরত ২৬০ বিদেশি নাগরিক তাদের বেশিরভাগই রাশিয়ান।
পাবনা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলছে, উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় হলো পাবনার বেশিরভাগ মানুষ এপর্যন্তও অসচেতন তাদের স্বাস্থ্যবিধিতে চরম উদাসীনতা রয়েই গেছে। মানুষের মাস্ক পড়ার প্রবণতা তেমন বাড়েনি, মুখের মাস্ক থুতনিতে ঝুলিয়ে রাখছে,একসাথে গাদাগাদি হয়ে আড্ডা দিচ্ছে, পাড়ার ছেলেরা মাঠে খেলাধুলা করছে,কিছু খাওয়ার আগে স্বাস্থ্যবিধি অনুযায়ী হাত ধোয়ার অভ্যাসের কমতি দেখা যাচ্ছে। এসব স্বাস্থ্যবিধি মানা অতি জরুরী হয়ে পড়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগ। পাবনা শহরে লকডাউনের কারনে মানুষ একটু সচেতন হলেও গ্রামে বা এলাকায় এলাকায় স্বাস্থ্য বিধি মানা বা কার্যকর ভাবে মাস্ক পড়ার বালাই নেই।জেলা প্রশাসন থেকে বার বার করোনা সচেতনতায় সর্তক করা হলেও মানুষের মাঝে অসচেতনতা রয়েই গেছে।
পাবনার সামাজিক সংগঠন বা সেচ্ছাসেবী সংগঠন করোনা সচেতনতায় দ্বিতীয় বারের মত মাঠে নামেনি।বাংলাদেশে স¤প্রতি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে (আইসিডিডিআর,বি)। পাবনায় এমন আশংকা ফেলে দেওয়া যায় না।
আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রামক এবং ঝুঁকিপূর্ণ। দেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়া পেছনে এই স্ট্রেইন দায়ী মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তাই করোনা নিয়ে এবারে হেলা ফেলা নয় বরং কঠিন সচেতনতা আর স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহতা হয়ে উঠতে পারে। পাবনা জেলা স্বাস্থ্যবিভাগ থেকে জানা যায় অতিসত্বর তারা সামাজিক ভাবে সচেতনতা বাড়াতে পাড়া মহলার মসজিদের ইমামদের নিয়ে সভা করবেন।