South east bank ad

শরণখোলায় বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে লরি চালকের লাশ উদ্ধার

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

শরণখোলায় বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে লরি চালকের লাশ উদ্ধার

নইন আবু নাঈম (বাগেরহাট):

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার সকালে নির্মানাধীন বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে অহিদুজ্জামান সবুজ (৩২) নামের এক লরির চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধুর পুত্র। এঘটনায় পুলিশ চাল রায়েন্দা গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র শহিদুল ইসলাম (৪০) নামের অপর এক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা এলাকায় উপক‚ল রক্ষা বেড়িবাঁধ নির্মান প্রকল্পের চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান সিএইচডাব্লিউ ব্লক নির্মান ইয়ার্ডের লরি চালক অহিদুজ্জামান সবুজ ও ফোর ক্লিব গাড়ির চালক শহিদুল ব্লক কেরিং এর কাজ করছিল। সকাল ৯টার দিকে হঠাৎ লরির চাকার পাশে অহিদুল ইসলাম সবুজের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে শহিদুল আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, নিহত সবুজের মাথা থেতলানোসহ ডান হাত ও বাঁ পা ভাঙ্গা রক্তাক্ত আবস্থায় উদ্ধার করা হয়েছে। কাজের স্থানে শহিদুল ছাড়া আর কেই না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: