করোনায় সিলেটে আরও ৪ জনের মৃত্যু
এ এস রায়হান (সিলেট):
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৭৯ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জনই সিলেটের বাসিন্দা।
শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে চিকিৎসা নিয়ে আরও ১২১ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হন ৭৯ জন। যার মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে কোভিড প্রমাণিত রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫১ জনে পৌঁছাল। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় ১৩ হাজার ২৫০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭২৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি থেকে সুস্থ হওয়া ১২১ জনের মধ্যে সিলেটের ৮৩, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজারের ১০ জন কোভিড রোগী। গত ২৪ ঘণ্টার হিসেবসহ করোনায় মোট ১৯ হাজার ১৪২ জন মানুষ সুস্থ হলেন। কোভিড জয় করা এই সংখ্যার মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৫৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারের রয়েছেন ২ হাজার ১৫৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বিভাগটিতে মারা যাওয়া ৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন ৪ জনসহ এই পর্যন্ত বিভাগে ৩৫০ জনের মৃত্যুু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।