কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) পাপ্পু ঘোষ(২৬), পিতা-সুশান্ত ঘোষ, সাং-ছোট বয়রা পূজাখোলা রোড, থানা-হরিণটানা; ২) মোঃ মহিদুল ইসলাম বাবু(৩৬), পিতা-মৃত: শেখ আফজাল হোসেন, সাং-জোসখোলা শেখ বাড়ী, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-১৪৬/২ পশ্চিম বানিয়াখামার মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) হেলাল-উজ-জামান(১৯), পিতা-মোস্তাফিজুর রহমান, সাং-বলায়বুনিয়া, পোষ্ট-পলেরহাট, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-১০১ পশ্চিম বানিয়াখামার মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৪) লিটন হাওলাদার ও লিটু(৫০), পিতা-হাবিব হাওলাদার ওরফে হাবি, সাং-দিলখোলা, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।