South east bank ad

পঞ্চগড়ে মাঠ দিবস অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

পঞ্চগড়ে নতুন জাতের আলুর প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টিলোকেশন পারফমেন্স যাচাই এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ মার্চ )রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের রজলী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে, মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মোজাহার হোসেন প্রধান।

বিএডিসি (সার) দিনাজপুর অঞ্চলের যুগ্মপরিচালক মো. মোশাব্বের হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, দিনাজপুর বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, পঞ্চগড় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আব্দুল মতিন, পঞ্চগড় বিএডিসির হিমাগারের উপপরিচালক মোজাহার হোসেন প্রমুখ। মাঠ দিবসে শতাধিক আলু চাষীরা উপস্থিত ছিলেন।

এর আগে মজাহারুল হক প্রধান স্থানীয় আলু চাষী সাদেকুলের আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: