দাওয়াত খেতে এসে বাড়ি ফেরা হলনা শিশু রিয়ামনির
মাসুম বিল্লাহ, (বাগেরহাট) :
নানার সাথে বিয়ের দাওয়াত খেতে এসে আর বাড়ি ফেরা হলনা রিয়ামনি নামের ছয় বছরের শিশুর। ইজিবাইক চাপায় গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোড়েলগঞ্জ ফেরিঘাট এলাকায় মৃত্যুবরন করে।
গতকাল (৬ মার্চ) রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাগেরহাটের শরণখোলার দক্ষিণ কদমতলা গ্রামে স্থানীয় ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার দক্ষিন কদমতলা গ্রামের মো. বেল্লাল তালুকদারের কন্যা বিয়ামনি তার নানা মোঃ শহিদুল ইসলামের সাথে স্থানীয় হারেজ শরীফের পূত্র শামীম শরীফের বিবাহ পরবর্তী বৌভাত অনুষ্ঠানে আসে।
পরে চকলেট কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একই গ্রামের আবুল আকনের পূত্র মো. বেল্লাল আকনের বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এত শিশুটির মাথা ও বুকে প্রচন্ড আগাত পায় এবং পাঁজরের একটি হাড় ভেঙ্গে বেরিয়ে যায়।
ইউপি সদস্য খায়রুল শরীফ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে এ্যাম্বুলেন্স যোগে খুলনা নেয়ার পথে মোড়েলগঞ্জের ফেরীঘাট এলাকায় বিকাল ৪টার সময় শিশুটি মৃত্যুবরন করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুর মৃতদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।