ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে পঞ্চগড়ের ব্যারিস্টার বাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
আজ (৭ মার্চ ) সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই এটিএম বুথ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ইসলামী ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম মোনাজাত করেন।