শিরোনাম

South east bank ad

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসপি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসপি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলা পু্লিশ সুপার মোঃ খাইরুল আলম এর নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়া।

সোমবার (৭ মার্চ) সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কুষ্টিয়ার নের্তৃত্বে পুলিশ সদস্যরা র‍্যালি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর এসপি মোঃ খাইরুল আলম এর নের্তৃত্বে কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যগন তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদ পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ কারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে এসপি মোঃ খাইরুল আলম বলেন, বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে ঐতিহাসিক ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যেই নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক। এ ভাষণের কারণে বিশ্বখ্যাত নিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালের ৫ এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে ‘পয়েট অব পলিটিক্স’ হিসেবে অভিহিত করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের নয়, বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।নিপীড়িত-নির্যাতিত বাঙালিদের মুক্তির এ মহামন্ত্র শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।

এর আগে সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে কুষ্টিয়া জেলা পুলিশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি), মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, ওসি ডিবি, টিআই ১, ডিআইও ১ সহ সকল পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: