South east bank ad

অতিরিক্ত মদ পানে একজনের মৃত্যু

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

অতিরিক্ত মদ পানে একজনের মৃত্যু

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

যশোরে অতিরিক্ত মদ পানে দিলু হরিজন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ি জেলার সদর উপজেলার বিবেকানন্দ পল্লীর মৃত ভুলু হরিজনের ছেলে।

আজ সোমবার (৭ মার্চ) যশোর শহরের পুরাতন পৌরসভার সামনে হরিজন পল্লীতে এ ঘটনা ঘটেছে। ছেলের বাসি বিয়ে হওয়ার পর খুশিতে তিনি এ মদপান করেছিলেন।

নিহত দিলুর স্বজনরা জানান, তার ছেলে হৃদয় হরিজনের সাথে যশোর পৌরসভার সামনে সারদিন হরিজনের মেয়ে সঞ্জনার সাথে রোববার রাতে বিয়ে হয়।

সোমবার সকালে তাদের বাসি বিয়ে হয়।বিয়ে সম্পন্ন হওয়ার আনন্দে তিনি মদ পান করেন। দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ-তারেক শামস সকাল পৌনে বারোটার দিকে মৃত্যু ঘোষণা করে জানান, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, অতিরিক্ত মদ পান করে ও স্টক করে তার মৃত্যু হয়েছে, লাশ হাসপাতাল মর্গে আছে ময়না তদন্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: